Welcome To
বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ
বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে কলেজ শাখার কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবদি সকলের বিশ্বাস ও আস্থার প্রতিক হিসেবে প্রতিষ্ঠানটি তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠান পরিচিতি
নামঃ বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ
ঠিকানাঃ দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
প্রতিষ্ঠাকালঃ (i) স্কুল- ১৯৭৯ খ্রিস্টাব্দ, (ii) কলেজ- ১৯৯৫ খ্রিস্টাব্দ
প্রাতিষ্ঠানিক কোডঃ (i) স্কুল কোডঃ 1118 (ii) কলেজ কোডঃ 1039 EIIN: 107914
শিক্ষান্তর ও বিভাগ
প্রাইমারী (বাংলা ও ইংরেজী ভার্সন), মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগ) ও উচ্চ মাধ্যমিক (মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ)।.
শিক্ষক-কর্মচারী
১) শিক্ষক সংখ্যা- ১৬৩ জন
২) সহ গ্রন্থাগারিক- ১ জন
৩) প্রদর্শক- ১ জন
৪) ৩য় শ্রেণির কর্মচারী- ১১ জন
৫) ৪র্থ শ্রেণির কর্মচারী- ৩৬ জন
শিক্ষার্থীর সংখ্যা
১) স্কুল শাখা- ছয় হাজার জন (প্রায়)
২) কলেজ শাখা- ছয়শ জন (প্রায়)
শিফট/ শাখা
১) প্রভাতি শাখা
২) দিবা শাখা
৩) কলেজ শাখা
মোট কক্ষ
পাঁচটি অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাশরুমসহ সি.সি. ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ৮৮ (আটাশি) টি পাঠদান কক্ষ।
একাডেমিক ভবন
সুবিশাল পাঁচ তলা দুইটি ও অত্যাধুনিক লিফট বিশিষ্ট ছয়তলা একটি একাডেমিক ভবন।
গ্রন্থাগার
ইন্টারনেট সবিধাসহ প্রায় পঞ্চাশটি বিষয়ের পাঁচ হাজারের অধিক পুস্তক সমৃদ্ধ একটি গ্রন্থাগার।
কম্পিউটার ল্যাব
ইন্টারনেট সুবিধা ও নিজস্ব সার্ভারসহ সাতাশটি কম্পিউটার সমৃদ্ধ শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী একটি কম্পিউটার ল্যাব।
বিজ্ঞানাগার
পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীব বিজ্ঞান এর পরীক্ষণের জন্য আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ দুইটি বিজ্ঞানাগার।
শিক্ষা সম্পূরক কার্যক্রম
সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, ‘সাধারন জ্ঞান, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার ও বিজ্ঞান (পদার্থ, জীব, রসায়ন, আই.সি.টি) বিষয়ক প্রতিযোগিতা’, শিক্ষা সফর, জাতীয় দিবস উদযাপন, দেয়ালিকা প্রকাশ, নবীন বরণ, বর্ষবরণ, বসন্ত বরণ, নবান্ন উৎসব, শরৎ উৎসব, কৃষি, গার্হস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, পিঠা উৎসব, মিলাদ-মাহফিল।